Connecting You with the Truth

বলিভিয়ায় গণভোটে হেরে গেলেন মোরালেস

Bolivia's President Evo Morales speaks during a ceremony to mark 10 years of his administration during a session of congress in La Paz, Bolivia January 22, 2016. REUTERS/Bolivian Presidency/Handout via Reutersআন্তর্জাতি ডেস্ক: বলিভিয়ার প্রেসিডেন্ট গণভোটে অল্পের জন্য হেরে গেছেন। ইভো মোরালেসের চতুর্থ দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করতে এই নির্বাচনের আয়োজন করা হয়েছিল। বুথফেরত জরিপে এমনটাই বলা হচ্ছে।
একটি জরিপে বলা হচ্ছে, সংবিধান সংশোধনীর প্রস্তাবের বিপক্ষে ৫২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে। অন্য একটি জরিপে এই সংখ্যা ৫১ শতাংশ বলা হচ্ছে। এই পরিবর্তন হলে মোরালেস ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন।
তিনি বলেন, সংস্কারের জন্য আরো সময়ের প্রয়োজন।
গণভোটের ফলাফলে বিরোধীরা উল্লাস প্রকাশ করে। তারা দেশটির প্রধান শহর লাপাজের কয়েকটি স্থানে গণভোটের এই ফলাফলকে উদযাপন করে।বলিভিয়ার একজন আদিবাসী ও সাবেক কোকো পাতা উৎপাদনকারী মোরালেস ২০০৬ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালে তার চলতি তৃতীয় মেয়াদ শেষ হবে ।

Comments
Loading...