Connecting You with the Truth

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাসজমি নিয়ে সংঘর্ষে কৃষক এক নিহত

গোবিন্দগঞ্জ উপজেলাগোবিন্দগঞ্জ সংবাদদাতা : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় খাসজমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে হাতেম মিয়া (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার উত্তরপাড়া গ্রামে শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাতেম মিয়া ওই গ্রামের জানু মণ্ডলের ছেলে।

গোন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ উপজেলায় খাসজমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাতেম মিয়া নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Comments
Loading...