Connecting You with the Truth

গাইবান্ধায় দু‘টি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধের নির্দেশ

নির্দেশগাইবান্ধা প্রতিনিধি :  গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউপি‘র রেবেকা হাবীব উচ্চ বিদ্যালয় ও কুপতলাস্থ চাপাদহ এতিমখানা দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় আদালত ও এমপির নির্দেশে শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, রেবেকা হাবীব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাহাপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান টুলু নাশকতা মামলায় পলাতক আছেন। এ সুযোগে প্রধান শিক্ষক আঃ মান্নান ম্যানেজিং কমিটির সভা আহবান না করেই স্বাক্ষর জ্বাল করে তার মনগড়া মত বজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করে বিদ্যালয়ের বেতন/বিল উত্তোলনসহ নিয়োগের পায়তারা করে আসছেন। যা বেসরকারী মাধ্যমিক চাকুরী বিধি পরিপন্থী। নীতিমালা অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতি কোন পদ নেই। বিধায় শিক্ষা বোর্ডের অনুমোদন ব্যতি রেখে বেতন উত্তোলনসহ যাবতীয় কার্যক্রম অবৈধ ও অর্থ আত্মসাতের সামিল। পরবর্তীতে কমিটির অভিভাবক সদস্য সাজেদুল মৃধা, মাহাবুব ইসলাম ও শাহা আলম বাদী হয়ে শিক্ষক নিয়োগবন্ধের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করার পরও প্রধান শিক্ষক আঃ মান্নান গত ২৯ জুলাই শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষায় সেলিম মন্ডল (বিজ্ঞান), রফিকুল ইসলাম (গণিত) ও এসমেতারা লিলি‘র (সমাজবিজ্ঞান) নিকট থেকে ২০/২৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন ও জেলা শিক্ষা অফিসার কতুব উদ্দীনকে সভাপতি ছাড়াই ভারপ্রাপ্ত সভাপতির মাধ্যমে কিভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়া হয় জানতে চাওয়া হলে তারা বিষয়টি এড়িয়ে যান। পরে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি বিষয়টি অবগত হলে তিনি উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের নির্দেশ দেন বলে জানা যায়। এতদস্বত্বেও সুচতুর প্রধান শিক্ষক আঃ মান্নান নানা কৌশলে উপরোক্ত অভিযুক্ত শিক্ষকগণকে টিকিয়ে রাখতে বিদ্যালয়ে পাঠদানের সুযোগ দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে চাপাদহ দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় কমিটি সংক্রান্ত মামলার চুড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত থাকা সত্বেও অবৈধ কমিটির সভাপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আতাত করে গত ৭/৭/১৫ইং তারিখে তিনজন শিক্ষক নিয়োগ দিয়েছেন। ফলে এ নিয়োগের বৈধতা নিয়ে এলাকায় টান-টান উত্তোজনা বিরাজ করছে। এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠান দু‘টির নিয়োগের ব্যাপারে গাইবান্ধা সদর-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি‘র হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...