Connecting You with the Truth

গাজীপুরে পোষাক কারখানায় আগুন, সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে

fire picগাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কোনাবাড়ীতে একটি সুতা তৈরির কারখানায় সকালে আগুন লাগার সাত ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কারখানার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। গত কাল সকাল সোয়া ৭টার দিকে কোনাবাড়ীর ‘কাদের সিনথেটিক অ্যান্ড কম্পোজিট ¯িপনিং মিল’ এ আগুন লাগার পর বেলা পৌনে ২টার দিকে তা নিয়ন্ত্রণে আসে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. আখতারুজ্জামান জানান। তিনি বলেন, ওই কারখানার নিচতলায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যে তা তিন তলা ভবনের পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। টঙ্গী, কালিয়াকৈর, জয়দেবপুর ও সাভার ইপিজেডের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে সম্পৃক্ত হয়। কারখানার সিকিউরিটি সুপাইভাইজার স্বপন বিশ্বাস বলেন, সকালে কারখানায় লোকজন আসতে শুরু করলে নীচতলার এসি নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ভিতরের লোকজন দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারণ বের করতে কাজ চলছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।

Comments
Loading...