গোবিন্দগঞ্জে সাঁওতালদের মাঝে মেয়র পত্নীর ত্রান বিতরন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: রংপুর চিনি কলের গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষুখামারের জমিতে আদিবাসি সাওঁতালগন কর্তৃক নির্মান কৃত ঘর-বাড়ী উচ্ছেদের ৫দিন পর ক্ষতি গ্রস্থ্য অসহায় সাওঁতালদের সাথে মতবিনিময় করেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের পত্নী দিল আফরুজ বানু সুইটি। তিনি গত শনিবার দুপুর সাড়ে ১২টায় সাপমারা ইউপি’র মাদারপুর আদিবাসি পাড়ায় ত্রান বিতরন করেন।
ত্রান বিতরন কালে মেয়র পত্নীর সাথে উপস্থিত ছিলেন, আবেদ সরদার,আনোয়ার হোসেন,আয়ুব হোসেন,হামিদুল ইসলাম,আজম মিয়াসহ প্রায় অর্ধশত নেতা কর্মী । তিনি ক্ষতি গ্রস্থ্য ছিন্নমুল প্রায় ৪শত আদিবাসি পরিবার মাঝে চাল ও ডাল বিতরন করেন। বিডিপত্র/আমিরুল