Connecting You with the Truth

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন: নাছিরের হাতি, মঞ্জুর পেলেন কমলালেবু

1428642254চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে হাতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমকে কমলালেবু প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ১০টা থেকে নগরীর মুসলিম হলে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।

রিটার্নিং অফিসার আবদুল বাতেন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দিচ্ছেন। মেয়র পদে ১২ জন, ৪১টি সাধারণ কাউন্সিলর পদে ২শ’ ১৩ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। তিন পদে মোট প্রার্থীর সংখ্যা ২শ’ ৮৬ জন। তবে কোনো প্রতীক একাধিক প্রার্থী চাইলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া হচ্ছে।

এদিকে, কমলালেবু প্রতীকের জন্য ২ জন প্রার্থী আগ্রহ দেখালে পরবর্তীতে সমঝোতার মাধ্যমে এম মঞ্জুর আলমকে কমলা লেবু প্রতীক বরাদ্দ দেয়া হয়। আর হাতি প্রতীকের জন্য ৪ জন প্রার্থী আগ্রহ দেখালে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে আ জ ম নাছির উদ্দিন হাতি প্রতীক পান।

Comments
Loading...