Connecting You with the Truth

চলতি বছরেই অ্যাপেলের তিনটি ফোন

it-3রকমারি ডেস্ক:
বাজারে নয়া স্মার্টফোন আনছে টেক জায়েন্ট অ্যাপেল। সূত্রের খবর, চলতি বছরেই তারা বিশ্বের বাজারে তিনটি স্মার্টফোন আনছে। জানা যায়, তারা তাদের আইফোন-৬ এস, আইফোন-৬ এস প্লাস ও আইফোন-৬ সি এই তিনটি মডেলের স্মার্টফোন বাজারে আনতে চলেছে। সূত্র জানায়, চলতি বছরের শেষ ভাগে ভারতসহ বিশ্বের বাজারে এই স্মার্টফোন গুলিকে আনা হবে। তবে নয়া এই ফোনগুলোর দাম কত হবে অথবা এর বৈশিষ্ট্য কী হবে তা অবশ্য কিছু জানানো হয়নি। সূত্রের খবর, অ্যাপেলের আইফোন-৬সি মডেলটির ভারতের বাজারে দাম পড়বে ২৫ হাজার টাকা থেকে ৩১ হাজার টাকার মধ্যে। তবে এ ব্যাপারে অ্যাপেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, কিছুদিন আগেই অ্যাপেলের পক্ষ থেকে বিশ্বের বাজারে স্মার্টওয়াচ আনার কথা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসেই অ্যাপেল তাদের স্মার্টওয়াটকে বাজারে আনবে।


Comments
Loading...