চাঁদপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সাপ্তাহ অনুষ্ঠিত
মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে আজ বুধবার দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সাপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেনের সভাপতিত্বে ও এজিএম আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনীক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাবের মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা হায়দার আলী ও কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান। বিডিপত্র/আমিরুল