চাপে রয়েছেন রিয়ালের কোচ কার্লো অ্যানসেলত্তি
স্পোর্টস ডেস্ক:
মাত্র দশ মাস আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিয়েছেন। তিন মাস আগে জিতেছেন ক্লাব বিশ্বকাপের ট্রফি। গড়েছেন টানা ২২ ম্যাচ জয়ের রেকর্ডও। তবুও চাপে রয়েছেন রিয়ালের কোচ কার্লো অ্যানসেলত্তি। কারণ এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে পরাজয়। ন্যু ক্যাম্পে হারের পর থেকেই বেশ চাপের মধ্যে আছেন সাবেক পিএসজির এই কোচ। গুঞ্জন উঠেছে এরপর যদি কোন শিরোপা জিততে না পারেন তাহলে ছাঁটাই হতে পারেন রিয়াল কোচ। যদিও অনেকেই মনে করছেন এটা শুধুই গুজব। এত সফল কোচকে কখনই সরাবে না রিয়াল। এই বিষয়ে অবশ্য মুখ খোলেননি অ্যানসেলোত্তি। তিনি অবশ্য চাপে নেই। তবে বার্সেলোনা ম্যাচ হারের পরেই কিন্তু রিয়াল কোচকে নিয়ে প্রশ্ন উঠেছে।