চারঘাট মডেল থানায় রেকর্ড ছাড়িয়ে এক মাসে ৪০ মাদক মামলা
নবী আলম, চারঘাট প্রতিনিধি (রাজশাহী):রাজশাহী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ থানা চারঘাট মডেল থানায় রেকর্ড পরিমানের মাদক মামলার এজাহার নথিভূক্ত হয়েছে। গত আগষ্ট মাসে অত্র থানায় ৪০ টি মাদক মামলা হয়েছে,যা পূর্বের যেকোন সময়ের চেয়ে রেকর্ড।
চারঘাট মডেল থানা সূত্রে জানা যায়, গত জুলাই মাসে মাদক মামলা হয়েছিল ৩৩ টি, সেটাও ছিল পূর্বের সময়ের চেয়ে রেকর্ড।আর আগষ্ট মাসে এসে জুলাইয়ের রেকর্ড ভেঙ্গে মামলা হয়েছে ৪০ টি। এছাড়াও গত মাসে ওয়ারেন্ট নিস্পত্তি হয়েছে ২৬৯টি, ৩২৮ জন আসামীকে রিকলসহ কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, চারঘাট মডেল থানার বর্তমান ওসি নজরুল ইসলাম গত ১৮ ই জানুয়ারী থানায় যোগদানের পর থেকেই মাদক বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।তিনি মাদকের চুনোপুঁটি ব্যাবসায়ী থেকে শুরু করে রাঘব বোয়াল গডফাদারদের ধরতে মাদক মাদক বিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেন। পর্যায়ক্রমে চারঘাটের শীর্ষ মাদক সম্রাট আফজাল, ওয়াকিল, জয়নাল মুন্সী, ফজলু, তজলুসহ একাধিক গডফাদারকে আটক করেন। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত বাড়তে থাকে মাদক মামলা।যা আগের সময়ের সব রেকর্ডস ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, চারঘাটে সব সময়ই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে এবং থাকবে। নিয়মিত মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করার কারনে মাদক মামলার সংখ্যা বেড়েছে বলে ওসি জানান।