Connecting You with the Truth

চুয়াডাঙ্গায় চোরাচালান ও নাশকতারোধে আনসার বাহিনীর আলোচনা সভা

Chuadanga bdr shovaচুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় চোরাচালান ও নাশকতারোধে আনসার বাহিনীর করণীয় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল ২৫ ফেব্র“য়ারি সকাল ১১টা হতে ১২ টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার ২০০ জন সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের ২য় ধাপের সদস্যদের উপস্থিতিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম-৬ আনসার ব্যাটালিয়ন, সদর দপ্তর ডিঙ্গেদাহ অনুষ্ঠানে সহিংসতা ও নাশকতারোধে আনসার বাহিনীর করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
তিনি বর্তমান দেশের পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষার্থে অন্যান্য বাহিনীর সঙ্গে আনসার বাহিনীকেও এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া উক্ত অনুষ্ঠানে সকলকে স্মরণ করিয়ে দেন যে, জনগণের ট্যাক্স এর টাকা দিয়েই সরকার আমাদের রেশন ও বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করছে, তাই জনগণের জানমাল রক্ষর্থে আমাদের সকলকেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, এটাই আমাদের পবিত্র দায়িত্ব।

Comments
Loading...