Connecting You with the Truth

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আটক, আতঙ্কে ঘরছাড়া অনেকে

উথলী প্রতিনিধি, চুয়াডাঙ্গা:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের দোহাটী থেকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভির আহম্মেদ রাজিবসহ যুবদল কর্মী তরিকুল ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে এসআই সিরাজের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাদেরকে দোহাটী পোস্ট অফিস পাড়ার নিজ নিজ বাস ভবন থেকে আটক করে জীবননগর থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা লাগাতার অবরোধে গাড়ি ভাঙচুর মামলায় তাদেরকে আটক করা হয়েছে। আটক ছাত্রদল নেতা রাজিব ও যুবদল কর্মী বাবুকে ওই দিনই আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে আটক আতঙ্কে ঘর ছেড়েছেন উথলীর শতাধিক নেতা কর্মী। তাদের আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথকভাবে বিবৃতি জানিয়েছে।

Comments
Loading...