Connecting You with the Truth

ঝিনাইদহে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের নতুনবাড়ী নামক স্থান থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বিকেলে নতুনপাড়া নামক স্থানে অজ্ঞাত এ ব্যাক্তির মৃতদেহ পড়ে আছে এমন খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ সেখানে পৌছে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অন্য কোথায় থেকে তাকে হত্যা করে মৃতদেহটি রাতে ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...