Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে বাণিজ্য মেলায় র‌্যাফেল ড্র বন্ধের দাবীতে বিক্ষোভ

hhhআব্দুল আওয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা চেম্বার অব কর্মাস এ্যান্ড ইনডাস্ট্রিজ এর বাণিজ্য মেলা দেখিয়ে ১ সপ্তাহ থেকে র‌্যাফেল ড্র’র নামে লক্ষ্য লক্ষ্য টাকার জুয়া চলছে। বুধবার বেলা ১২ টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় জেলা চেম্বার অব কর্মাস এ্যান্ড ইনডাস্ট্রিজ এর বাণিজ্য মেলায় র‌্যাফেল ড্র’র নামে জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন ও গণ-বিক্ষোপ করেছে ঠাকুরগাঁও পৌরবাসী। জানা যায়, চেম্বার অব কর্মাস এর একটি বিচ্ছিন্ন কমিটি চেম্বারের নামে এই বাণিজ্য মেলার আয়োজন করে। ঐ মেলায় কেবল দর্শক নন্দিত জুয়ার আয়োজন ছাড়া বাণিজ্য মেলায় বাণিজ্যের অন্য কিছুর আয়োজন নেই। মানববন্ধন ও বিক্ষোপে বক্তারা জানান, এই লক্ষ্য লক্ষ্য জুয়া’র অর্জিত টাকা কার প্রয়োজনে ব্যবহার হবে তা পরিষাকার নয়। জুয়া থেকে অর্জিত টাকা স্থানীয় ক্লাব ও কে বা কাহারা এদের সহায্যে প্রশাসনিক অনুমোদিত হয়ে সমগ্র জেলা শহর সহ ৫ উপ-জেলায় ব্যপক প্রচার ও স্থানীয় ক্যাবল টিভির মাধ্যমে এ জেলায় চেম্বার অব কর্মাস এ্যান্ড ইনডাস্ট্রিজ এর বাণিজ্য মেলা দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছে এই মেলার আয়োজন।এসময় বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মনতোষ কুমার দে, সাবেক পৌর মেয়র আকবর আলীসহ বক্তারা বলেন, এসএসসি পরিক্ষা চলাকালে ঠাকুরগাঁওয়ে এমন জুয়া বাণিজ্য চলতে দেয়া যায় না। ফলে শিক্ষাথীরা ভিশনভাবে ক্ষতিগ্রস্থের শিকার হচ্ছে। অবিলস্বে জুয়া বাণিজ্য বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানান তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্জ্ব হাফিজুর রহমান, জেলা ওয়ারকাস পার্টির সাধারণ সম্পাদক আহসানুল হক বাবু, চেম্বার অব কর্মাস এর সাবেক সভাপতি দুলাল, সাধারণ সদস্য সৈয়দ আব্দুল করিম, ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এমআর লাবু, ঠাকুরগাঁও রোড প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, রাজনীতিবিদ নুরু প্রমুখ। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, বাণিজ্য মেলায় সকল জুয়ার কার্যক্রম বন্ধ করা হবে।

Comments
Loading...