Connecting You with the Truth

ডিসিসি নির্বাচন: মির্জা আব্বাসের মনোনয়নপত্র সংগ্রহ

download (1)আজ সরকারি ছুটির দিনেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র পদে বিএনপির নেতা মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার আইনজীবী।

ষষ্ঠ দিনের মতো আজ চলছে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ।  শুক্রবার সকাল দশটা থেকে রাজধানীর পশ্চিম আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয় ও দক্ষিণের মহানগর নাট্যমঞ্চ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তারা। ফরম সংগ্রহ চলবে আগামী ২৯ শে মার্চ পর্যন্ত। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে

Comments
Loading...