তিন নম্বর ভূতের গলিতে মাহি
বিনোদন ডেস্ক: ‘ঠিকানা আমার নোটবুকে আছে। নোটবুক নেই কাছে। তিন নম্বর ভুতের গলি এটুকুই মনে আছে।’— মজার গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ। আর মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার জন্য নিজের সুর ও সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল।
কৃষ্ণপক্ষের ইউটিউব চ্যানেলে আড়াই মিনিট দৈর্ঘ্যের ‘তিন নম্বর ভুতের গলি’ শিরোনামের গানের ভিডিও প্রকাশ করা হয় মঙ্গলবার। এর আগে অংশ বিশেষ দেখা যায় সিনেমাটির ট্রেলারে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফিট রাস্তায় গানটির চিত্রায়ন হয়েছে। ওই গানে রিয়াজ, ফারুক আহমেদসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যায়। আর রিয়াজের কল্পনায় দেখা দেন মাহি।
গানটির শেষদিকে কয়েকটি লাইন হলো— ‘অলি-গলিতে দেখা পরিচয়, ঠিকানার লেনদেন। হৃদয়ের কোনো ঠিকানা থাকে না কথাটা কি বুঝলেন। এ কথা জেনে হাঁটাহাঁটি করি ভূতের গলিটা খুঁজি। তোমার দেখা পেয়ে যাবো হঠাৎ করেই বুঝি।’
‘তিন নম্বর ভুতের গলি’ গানে হুমায়ূনের উড়ু উড়ু ভঙ্গির কাব্যিক মজা পাওয়া যায়। এসআই টুটুলও বেশ যত্ম করে গানটি তৈরি করেছেন। এ দিকে সোমবার ইউটিউবে প্রকাশ হয়েছে ‘কৃষ্ণপক্ষ’র আরেকটি গান। ‘চলো না বৃষ্টিতে ভিজি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল ও মেহের আফরোজ শাওন।