ত্রিশালে ট্রাকের চাপায় দুই ছাত্রীর মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের চাপায় দুই ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে দুই ছাত্রী। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রীরা হলো ত্রিশাল পৌর শহরের নওধার এলাকার রিপা আক্তার (১৪) ও কোনাবাড়ি গ্রামের নাদিয়া বিনতে হোসাইন (১৫)। দুর্ঘটনায় হতাহত সবাই স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।
দুর্ঘটনার আহত ছাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে রিপা ও নাদিয়া মারা যায়। ছাত্রীদের চাপা দেওয়া ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর