দশমিনায় তথ্য-প্রযুক্তি ও আইটি বিষয়ক প্রশিক্ষণ
দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় তথ্য প্রযুক্তির আওতায় “ঘরে বসে উপার্জন” করার মানসিকতায় শুরু হলো দুই দিনের প্রশিক্ষণ। উপজেলার চারটি কলেজের মোট ৫৫ জন ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফকরুজ্জামান বাদল, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামছুন্নাহার খান ডলি, মাস্টার ট্রেইনার মো. আল-আমীন, ট্রেইনার রাতুল সরকার ও মো. আ. রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ।