দিনাজপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার আমতলী চকমুসা (শালপাড়া) গ্রামের মোঃ মঞ্জুরুল ইসলামের ছেলে মৃত সোহাগ সোমবার সকাল অনুমানিক ৭ ঘটিকার সময় আকাশ মেঘলা হওয়ায় খুলিতে থাকা গাছের শুকনা পাতা (জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়) বাড়ীতে আনার সময় পাতায় থাকা বিষক্ত সাপে কামড় দিলে ছেলে সোহাগ চিৎকার মারে। সঙ্গে সঙ্গে ছেলের বাবা দৌড়ে আসে চিকিৎসার জন্য মরিয়া হয়ে উঠে। এমতাবস্থায় পাশের বাড়ীর মোঃ রিয়াজুলের শ্বাশুড়ী মোছাঃ মরিয়ম বেগম নিজেকে (গুনমান) কাবিরাজ দাবি করে ঝাড়ফুক দেয়। ঝাড়ফুঁক দেওয়ার পর ছেলে সুস্থ হয়ে গেছে বলে জানায় এবং সোহাগের হাতের বাধন খুলে দেয়। পিতা মঞ্জুরুল এই বিশ্বাস করে । পরক্ষনেই ছেলে সোহাগ বলে বাবা হাত ঝিমঝিম করিতেছে। কবিরাজ মরিয়ম বলে কামড় দিছে একটু ব্যথা তো করবেই। ঘটনা অন্য, কবিরাজ রুস্তম দেখার পর বিশ বুকে উঠেগেছে , আর দেরী না করে এখুনি মেডিকেলে নিয়ে যান। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোসনা করেন। শিশু মৃত্যুর খবর চিরির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনে জানালে ছেলের বাবা/ মা অভিযোগ করলে ব্যবস্থা নিবেন বলে জানায়। সাংবাদিক মারফত জানালেও তার কিছু করার নাই বলে জানায়।