Connecting You with the Truth

নওগাঁয় শেষ মূহুর্তে ফুল বেচাকেনায় ব্যস্ততা

IMG_20160213_114012আল ইমরান হোসেন, নওগাঁ: আগামীকাল ১৪ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এই ভালোবাসা দিবস পালিত হবে। উত্তরবঙ্গের বৃহত্তম জেলা নওগাঁতে যথাযথ ভাবে এই ভালোবাসা দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নওগাঁ কাচারি রোড়ে রয়েছে, তরফদার ফুলের দোকান,কনকচাঁপা ফুলের দোকান, মাধরী ফুলের দোকান। এই দোকানগুলোতে নানা রজ্ঞের ফুলে ফুলে ভরে রয়েছে। প্রতিটি রজনীগন্ধার স্টিক ১০ টাকা, গোলাপ স্টিক ১৫ টাকা দরে বিক্রি করছেন ফুল বিক্রেতারা। ফুল দোকানে ক্রেতাসাধারণদের ভীড় লক্ষ্য করা যায়। সকালে ক্রেতাদের ভীড় মোটামুটি ছিল। যত সময় যাচ্ছে এগিয়ে আসছে ক্রেতারা,তাদের প্রিয়জনকে একটি গোলাপ স্টিক বা অন্য ফুল কিনে আগামীকাল গিফট এর জন্য। দোকানিরা জানান, আজ গভীর রাত পর্যন্ত দোকানে ফুল বেচাকেনা হবে।

Comments
Loading...