নিয়ামতপুরে গৃহবধূ হত্যা, স্বামী ও শাশুড়ি গ্রেফতার
নিয়ামতপুর প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার চন্দননগর ইউপির রামনগর কেরকিডাংগা গ্রামের জনৈক সামসুদ্দিনের পুত্র সালাউদ্দিন তার স্ত্রী সাথী বেগমকে (২০) লাঠির আঘাতে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
পরে পুলিশ খবর পেয়ে সাব-ইন্সপেক্টর আ. রাজ্জাক সন্ধ্যা সাতটায় ঘটনাস্থলে গিয়ে নিহত সাথী বেগমকে উদ্ধার করে স্বামী সালাউদ্দিন ও শাশুড়ি আলেয়া বেগম (৪৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে থানায় সালাহউদ্দিন ও আলেয়া বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-৫, তাং-০৯/০৪/১৫, ধারা-৩০২/৩০১/৩৪।