নেইমার প্রস্তুত যুদ্ধের জন্য
স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বের পর কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেই। হাইভোল্টেজ এ ম্যাচ নিয়ে মুখ খুলেছেন কাতালানদের তারকা স্ট্রাইকার নেইমার। তার বিশ্বাস, কোয়ার্টারে বার্সা-পিএসজির লড়াইটা হবে ফুটবলের প্রকৃত যুদ্ধ। নকআউট পর্বে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে হারিয়ে বার্সা কোয়ার্টারে পৌঁছায়। আর ইংলিশ জায়ান্ট চেলসিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে পিএসজি। দুই লিগ মিলিয়ে সিটিজেনদের ৩-১ গোলে হারায় মেসি-নেইমাররা। অপরদিকে, ব্ল“জদের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করলেও ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টারে উঠে। এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘পিএসজির বিপক্ষে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় আছি। দু’দলেই চমৎকার ফুটবলার রয়েছে। প্যারিসের মাঠে আমাদের জন্য ম্যাচটি একটু চ্যালেঞ্জিং হবে। তবে বলতে দ্বিধা নেই, একটি সেরা ফুটবল শো হতে যাচ্ছে।’ ব্রাজিলিয়ান সেনসেশন আরও বলেন, ‘বার্সায় আমার সঙ্গে মেসি ও সুয়ারেজের মতো বিশ্বমানের ফুটবলার রয়েছেন। চেষ্টা থাকে সবসময় দলকে সেরাটা দেওয়ার। এ মৌসুমে দল হিসেবে আমরা বেশ ভালো অবস্থানে আছি। শিরোপা জেতার ব্যাপারে আমি আÍবিশ্বাসী।’ উল্লেখ্য, ১৫ এপ্রিল (বুধবার) প্যারিসে দু’দলের মধ্যকার কোয়ার্টার ফাইনালের প্রথম লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।