নেপালে নতুন সংবিধান অনুমোদন
নেপালের পার্লামেন্টে নতুন সংবিধান অনুমোদিত হয়েছে। বেশিরভাগ সংসদ সদস্যের ভোটে বুধবার রাতে তা পাস হয়। ভোটাভুটিতে ৫০৭ সংসদ সদস্যই নতুন সংবিধানের পক্ষে ভোট দেন। অপরদিকে বিপক্ষে ভোট পড়ে ২৫টি।
এ সংবিধানের বিপক্ষে দেশটিতে বিক্ষোভ প্রদর্শন করেছে সংখ্যালঘু সম্প্রদায়গুলো। বিক্ষোভে এরই মধ্যে ৪০ জন নিহত হয়েছেন। তাদের দাবি, নতুন সংবিধানের আইনগুলো বৈষম্যমূলক।
এদিকে দেশটিকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি তুলে বিক্ষোভ করেছে হিন্দু সংগঠনগুলো। নতুন সংবিধান অনুযায়ী ৭টি প্রদেশে বিভক্ত হবে নেপাল।
এ সংবিধান অনুমোদনের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। এক টুইটে তিনি এই সংবিধানকে নেপালীদের জন্য গর্বের বলে উল্লেখ করেছেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর