পঞ্চগড়ে পুরোহিত হত্যার ঘটনায় মূল ‘হোতা’সহ ৩ জেএমবি গ্রেফতার
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৩ জেএমবি সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর। শুক্রবার সকালে দেবীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিআইজি বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা সবাই জেএমবি সক্রিয় সদস্য। তাদের মধ্যে পুরোহিত হত্যাকাণ্ডের হোতাও রয়েছে।’
গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই হামলার ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, তিনটি হাতবোমা, তিনটি ছুরি, পাঁচটি গুলি ও একটি সাইকেল উদ্ধার করা হয় বলে জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে পুরো ঘটনার বিবরণ দিয়েছে বলেও দাবি করেন ডিআইজি।