Connecting You with the Truth

পত্রিকার বিরুদ্ধে জাদেজার মামলা

স্পোর্টস ডেস্ক:s-4
মিথ্যা সংবাদ প্রকাশের কারণে রাজকোটের এক পত্রিকার বিরুদ্ধে ৫২ কোটি রুপির মান হানির মামলা করেছে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। এদিকে ওই মামলার কারণে আসছে ফেব্র“য়ারির চার তারিখে পত্রিকার সম্পাদক সাতিস মেহতাকে কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। এর আগে ২০১৪ সালের ২০ নভেম্বর পত্রিকার প্রকাশিত সংবাদে বলা হয়, অবৈধ জমি দখলদার ও চাঁদাবাজ বালি দাঙ্গারের সঙ্গে জাদেজার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ওই খবরের বিরুদ্ধে জাদেজা কতৃক মামলা হওয়ার পর এ নিয়ে ভারতীয় এই অলরাউন্ডারের উকিল হিরেন ভাট গণমাধ্যমকে বলেন, ‘পত্রিকাটি যাচাই না করেই আমার মক্কেলের বিরুদ্ধে এই সংবাদ প্রকাশ করেছে। জাদেজার খ্যাতিতে ভাঁটা পড়ানোর জন্যেই এই কাজ করেছে পত্রিকা। জাদেজা তার ব্যবসায়িক পার্টনার আজমেরার সঙ্গে দাঙ্গারের কোন ধরনের সম্পর্ক নেই।’ তিনি আরো বলেন, ‘ওই পত্রিকার সম্পাদকের কাছে লিগ্যাল নোটিশ পাঠানোর পরেও তার পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় আমরা আদালতের মুখাপেক্ষী হচ্ছি।’ প্রসঙ্গত, আসন্ন বিশ্বকাপ দলে জায়গা পাওয়া রবীন্দ্র জাদেজা এই মুহূর্তে কাঁধের ইনজুরির কারণে পুনর্বাসনে রয়েছেন।

Comments
Loading...