Connecting You with the Truth

পাঁচ দাবিতে খুলনার আট পাটকলে বিক্ষোভ

খুলনা প্রতিনিধি:
প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া পরিশোধ ও ২০ শতাংশ মহার্ঘভাতা দেওয়াসহ পাঁচ দাবিতে খুলনা-যশোর অঞ্চলের আট রাষ্ট্রায়ত্ত পাটকলে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গত কাল সকাল ১০টায় স্ব স্ব মিলের গেটের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মিলগুলো হচ্ছে- খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, খালিশপুর জুট মিল, আলীম, ইস্টার্ন এবং যশোরে জেজেআই ও কার্পেটিং জুট মিল। বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বলেন, বিজেএমসি’র ২৬টি পাটকলে পাট কেনার অর্থ বরাদ্দ, শ্রমিকদের মহার্ঘ ভাতা, ২০১০ সালের প্যাকেজিং আইন বাস্তবায়ন, সরকারিভাবে পাটকে কৃষিপণ্য রূপান্তরিত করে ২০ শতাংশ ভর্তুকি, বিজেএমসি’র পাটকলগুলোতে এলপিআর চালু, আলীম জুট মিলকে রাষ্ট্রীয়করণ, খালিশপুর ও দৌলতপুর জুটমিল বিজেএমসি’র ন্যায় চালাতে হবে।
বিজেএমসি’র আওতাধীন প্লাটিনাম এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কাওসার মধা বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া ২৭ ফেব্র“য়ারি বিকেল ৩টায় খালিশপুর ক্রিসেন্ট গেটে বিআইডিসি রোডে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে।

Comments
Loading...