পাকিস্তান সফরে আসবে জিম্বাবুয়ে!
স্পোর্টস ডেস্ক:
পিসিবি আশা করছে ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল বছরের মাঝামাঝিতে পাকিস্তান সফরে আসবে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলার পর সেখানে কোনো টেস্ট প্লেয়িং দল সফরে যায়নি। অবশ্য আইসিসির দুই সহযোগী সদস্য আফগানিস্তান ও কেনিয়া ৩টি করে ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করেছিল। তবে জিম্বাবুয়ের পাকিস্তান সফর এখনও শতভাগ নিশ্চিত নয়। পাকিস্তান অবশ্য ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ২টি টি-টোয়েন্টির সিডিউল নির্ধারণ করে জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়নের কাছে চিঠি পাঠিয়েছে। পাকিস্তান সফরে আশার প্রত্যাশা করে পিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘তারা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদের সেটা জানিয়েছি। এখন তাদের কাছ থেকে ইতিবাচক জবাবের জন্য অপেক্ষা করছি।’ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। পরের বছর ফিরতি সফরে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে শেষ পর্যন্ত দল পাঠায়নি বিসিবি।