পাকুন্দিয়ায় চরাঞ্চলের ২০৭ গ্রাহক পেলেন বিদ্যুৎ সংযোগ
পৌর প্রতিনিধি, পাকুন্দিয়া:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরতেরটেকিয়া চরাঞ্চলে পল্লী বিদ্যুতের সম্প্রসারিত লাইনের সংযোগ দেয়া হয়েছে। গত কাল রবিবার সকালে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়ন লাইনের উদ্বোধন করেন। এতে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে চরতেরটেকিয়া গ্রামের বাণিজ্যিক ও আবাসিক মিলে ২০৭টি সংযোগ প্রদান করা হয়েছে।
চরতেরটেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কামাল উদ্দিন ছোটনের সভাপতিত্বে ও সাবেক ভিপি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাদেকুর রহমান, জেনারেল ম্যানেজার মনির উদ্দিন মজুমদার, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুছ সাত্তার, সাবেক ভিপি আব্দুল হাকিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সোহরাব উদ্দিন এমপি বলেন, সরকার দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধ পরিকর। এরই অংশ হিসেবে প্রত্যন্ত এ চরাঞ্চলের মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়েছে।
পরে এমপি একই উপজেলার শ্রীরামদীতে সরকারিভাবে নির্মিতব্য আলু সংরক্ষণাগার (হিমাগার)’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিএডিসির এনডিসি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) রমজান আলীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।