Connecting You with the Truth

পুরস্কৃত হলেন সিএমপির ট্রাফিক কনস্টেবল মনির

সিএমপি

নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ডুবন্ত একটি শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে পুরস্কৃত হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগের কনস্টেবল ৮৪১ মোঃ মনির আহম্মদ। মঙ্গলবার দুপুর ১২ টায় সিএমপির সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোহা. আবদুল জলিল মন্ডল বিপিএম মহোদয় তাঁর হাতে নগদ বিশ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলেদেন। এ প্রসঙ্গে পুলিশ কমিশনার মহোদয় বলেন কোন পুরস্কারই টাকার অংকে মাপা যায়না। মনির আহম্মদের এরূপ সাহসিকতা পূর্ণ কাজে সিএমপি পুলিশ তথা পুলিশ বিভাগ খুশি হয়েছে। সে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। পুলিশের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন মনিরের মাধ্যমে সকল পুলিশের মধ্যে এরূপ মানসিকতা জাগ্রত হোক। পুরস্কার পেয়ে কনস্টেবল মনির ঘটনার বর্ণনা দিয়ে বলেন কোন পুরস্কারের আশায় এরূপ ঝুঁকি নেইনি। উদ্ধারকৃত শিশুর সমবয়সী আমার নিজের একটি ছেলে আছে। নিজের ছেলে চিন্তা করে বিবেক ও মানবতার তাড়নায় নিজের জীবনের কথা চিন্তা না করে ছেলেটিকে উদ্ধার করি। পুরস্কার পেয়ে তিনি খুশি এবং মাননীয় পুলিশ কমিশনার তথা সিএমপি’র প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট সিএমপি’র ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত কনস্টেবল সিএমপি’র বন্দর থানাধীন নিমতলা ট্রাক ট্রার্মিনাল এলাকায় কর্তব্যরত ছিলেন। সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ট্রার্মিনাল সংলগ্ন খালপাড় এলাকায় অনেক লোকের ভিড় দেখে তিনি এগিয়ে যান এবং দেখতে পান খালের পানিতে একটি ছেলে ডুবে যাচ্ছে। শুধু মাত্র তার হাত দেখা যাচ্ছে। উপস্থিত লোকজন কেউ তার উদ্ধারে এগিয়ে যান নাই। কনস্টেবল মনির আহম্মদ নিজের জীবনের মায়া ত্যাগ করে ইউনিফর্ম পরিহিত অবস্থায় পানিতে ঝাঁপ দিয়ে ডুবন্ত শিশু সাজ্জাদ হোসেন’কে (৮) উদ্ধার করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...