Connecting You with the Truth

প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের মসজিদে হামলা

urlআন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সাপ্তাহিক পত্রিকার অফিসে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশটির কয়েকটি মসজিদে হামলার খবর পাওয়া গেছে। ফরাসি বার্তা সংস্থা দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে। এদিকে, রাজধানী প্যারিসের পশ্চিমে অবস্থিত লে মেনস’এর কাছে একটি মসজিদে গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি সংবাদ মাধ্যমগুলো এ খবর দেয়া হয়েছে। গত মধ্যরাতের পর মসজিদটিতে বারুদহীন গ্রেনেড ছোঁড়া হয়। এ ছাড়া, দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের নারবোনের পোর্ট-লা-নভেলে এশার নামাজের পর গুলি করা হয়। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয় নি। এদিকে, পূর্বাঞ্চলীয় শহর ভিলেফ্রাচে-সুর-সাওনিতে মসজিদে কাছের একটি কাবাবের দোকানে বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয় নি।

Comments
Loading...