প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের মসজিদে হামলা
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সাপ্তাহিক পত্রিকার অফিসে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশটির কয়েকটি মসজিদে হামলার খবর পাওয়া গেছে। ফরাসি বার্তা সংস্থা দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে। এদিকে, রাজধানী প্যারিসের পশ্চিমে অবস্থিত লে মেনস’এর কাছে একটি মসজিদে গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি সংবাদ মাধ্যমগুলো এ খবর দেয়া হয়েছে। গত মধ্যরাতের পর মসজিদটিতে বারুদহীন গ্রেনেড ছোঁড়া হয়। এ ছাড়া, দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের নারবোনের পোর্ট-লা-নভেলে এশার নামাজের পর গুলি করা হয়। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয় নি। এদিকে, পূর্বাঞ্চলীয় শহর ভিলেফ্রাচে-সুর-সাওনিতে মসজিদে কাছের একটি কাবাবের দোকানে বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয় নি।