Connecting You with the Truth

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর জেল

govবিডিপি ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে আদালত। এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
এতে বলা হয়, ফেসবুকসহ অন্যকোনো ইলেক্ট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে এ শাস্তি ও জরিমানা করা হবে।
প্রশ্নপত্র ফাঁসের যেকোনো ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে ৪ বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে।
অন্যদিকে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নং-৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬ কন্ট্রোল রুমের ইমেইল : examcontrolroom@moedu.gov.bd.

Comments
Loading...