Connecting You with the Truth

ফরিদপুরে পিস্তল ও গুলি সহ সন্ত্রাসী গ্রেফতার।

SAM_9984ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন থেকে গতকাল মঙ্গলবার ভোররাতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাজ্জাদকে আটক করেছে। এ ব্যাপারে মধুখালী থানায় একটি মামলা হয়েছে।
ফরিদপুর র‌্যাব-৮ জানায় তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডুমাইন পশ্চিম পাড়া গ্রামের আবু বক্কর শেখের ছেলে মোঃ সাজ্জাদ শেখ(৪২), তার নিজ বসত বাড়ীতে অবৈধ আগ্নেয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার ভোররাত আনুমানিক ০৪.৪৫ ঘটিকার সময় উল্লেখিত বাড়ীর ভিতরে প্রবেশ করাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত বসত ঘরের মধ্যে হতে বের হয়ে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোঃ সাজ্জাদ শেখ(৪২)। সাজ্জাদ ডুমাইন গ্রামের আবু বক্কর শেখের ছেলে। এ সময় সাজ্জাদের নিকট হতে ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান পিস্তল, ও একটি কার্তুজ, উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, সাজ্জাদ দীর্ঘ দিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। উল্লেখ্য যে, ইতিপূর্বে তার নামে মধুখালী থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments
Loading...