ফরিদপুরে মাহেন্দ্র উল্টে নিহত ১ আহত ২
ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের মতিয়ারের কুমের নিকট সদরপুর-ফরিদপুর রোডে বৃহস্পতিবার সকাল দশটার দিকে মাহেন্দ্র উল্টে এক জন নিহত ও দুই জন আহত হয়েছে।
জানা যায় ,সদরপুর উপজেলার সোনপচা গ্রামের আবদুল মোল্লার ছেলে বশিরউদ্দিন মোল্লা (৫৫) চিকিৎসার জন্য নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ফরিদপুরের উদ্দেশ্যে মাহেন্দ্রযোগে রওয়ানা হয়। মাহেন্দ্রটি সকাল ১০ টার দিকে ফরিদপুরের আলীয়াবাদ ইউনিয়নের মতিয়ারের কুমের নিকট আসলে উল্টে খাদে পরে যায়। এ সময় বশির মোল্লা সহ আরো দুই জন গাড়িতে চাপা পড়ে। বশির মোল্লার অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে এক্সরে করতে দিলে ভ্যানে করে সুপার মার্কেটের নিকট গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বশির মোল্লার ভাই নুর মোহাম্মদ মোল্লান বলেন আমার ভাই চিকিৎসা করতে এসে লাশ হয়ে ফিরল।