Connecting You with the Truth

ফরিদপুরে র‌্যাবের গাড়ি উল্টে ৭ সদস্য আহত

ahotoস্টাফ রিপোর্টার:
ফরিদপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) গাড়ি উল্টে ৭ সদস্য আহত হয়েছেন। গত কাল দুপুর ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের বারোখাদা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান ও ৪ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা. গণপতি শুভ। র‌্যাব ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি আমিনুর রহমান বলেন, একটি মাহিন্দ্রকে সাইড দিতে গিয়ে র‌্যাবের গাড়িটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ওই সাত র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।

Comments
Loading...