বার্সার ইত্তিহাদ জয় সুয়ারেজের জোড়ায়
স্পোর্টস ডেস্ক:
লুইস সুয়ারেজের ইংল্যান্ডে ফেরাটা হলো মধুচন্দ্রিমায় মাখানো। এই ইত্তিহাদে লিভারপুলের লাল জার্সি পরে কত ম্যাচই তো খেলেছিলেন। সেগুলোর চেয়ে মঙ্গলবার রাতের ম্যাচটার মধ্যে নিশ্চয় অনেক পার্থক্য। সেই পার্থক্যটাই তিনি ইংলিশদের বুঝিয়ে দিলেন জোড়া গোল করে। উরুগুইয়ান স্ট্রাইকারের জোড়া গোলে বার্সেলোনা ২-১ ব্যবধানে জয় করে গেলো ম্যানসিটির হোম ভেন্যু ইত্তিহাদ স্টেডিয়াম।