বিহারে আদালতে বিস্ফোরণ, নিহত ২
প্রজাতন্ত্র দিবস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সফর ঘিরে নিরাপত্তার মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠেছে বিহারের ভোজপুর জেলার আরার আদালত চত্বর। বিস্ফোরণে এক নারী ও এক পুলিশ কনস্টেবল রয়েছে। আহত হয়েছে অন্তত ১৭ জন। শুক্রবার সকাল সাড?ে ১১টায় বিস্ফোরণ ঘটে। পুলিশ মনে করছে মারা যাওয়া ওই নারীই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। প্রতিদিনের মত এদিনও ভিড়ে ঠাসা আদালতে কাজ চলছিল। এ সময় কয়েকজন বিচারাধীন বন্দিকে নিয়ে আদালতে পৌঁছায় একটি প্রিজন ভ্যান। ভ্যান থেকে এক এক করে বন্দিদের কোর্ট লকআপে নিয়ে যাওয়ার সময়ই হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এদের মধ্যে মৃত নারীর কাছেই বোমা ছিল, বলছে প্রত্যক্ষদর্শীরা। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রোববার ভারত সফরের কথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। তার এ সফর ঘিরে কড?া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। প্রজাতন্ত্র দিবসের আগে দেশের বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হাই এ্যালার্ট। তারই মধ্যে এ বিস্ফোরণে নড়েচড়ে বসেছে প্রশাসন।