Connecting You with the Truth

বেরোবি’র ভর্তি পরীক্ষার ১ম মেধা তালিকা প্রকাশ

ওমর ফারুক,বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ১ম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল পাঁচ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১ম মেধা তালিকা অনুযায়ী আগামী ১৮ ও ১৯ জানুয়ারি সকল ইউনিটের মেধা তালিকায় নির্বাচতদের ভর্তি করা হবে।
ভর্তিচ্ছু প্রার্থীরা ভর্তির সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টার মধ্যে নির্দিষ্ট ব্যাংক বুথে টাকা জমা দিয়ে স্ব স্ব ভবনে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে পারবে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd ) থেকে জানা যাবে।
উল্লেখ্য যে,আসন শুন্য থাকা সাপেক্ষে ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে ২৪ জানুয়ারি।

Comments
Loading...