বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের দাবিতে মানববন্ধন
সরকারি সব কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে একযোগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও পে-স্কেল কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারি ঐক্য পরিষদ। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও আয়োজক সংগঠনের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। কিন্তু ৮ম বেতন কমিশনের পেশ করা প্রতিবেদনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছয় মাস পর তা কার্যকরের সুপারিশ করা হয়েছে। সুস্পষ্ট এমন বৈষম্যমূলক সুপারিশে দেশের ২৬ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারি হতাশ বলে অভিযোগ করেন তিনি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের আগের মতো স্বয়ংক্রিয়ভাবে পে-স্কেল কার্যকরের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণার দাবি জানান তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. শাহজাহান, অধ্যাপক ড. আজিজুর রহমান, অলকা ঘোষসহ আরও অনেকে।