ভিডিও করার জের ধরে ভাঙ্গায় দুগ্র“পের সংঘর্ষে আহত ২৫
ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে দুই গ্রামবাসীর (হামিরদী ও গজারিয়া) মধ্যে সংঘর্ষে নারী- পুরুষসহ উভয় গ্র“পের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে স্কুলের ছাত্রীদেরকে ভিডিও করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ সংঘটিত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামিরদী হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গজারিয়া গ্রামের কয়েকজন ছেলে হামিরদী গ্রামের কয়েকজন মেয়েকে (ছাত্রী) মোবাইল ফোনে ভিডিও করে ও তাদের ছবি তোলে। এ সময় হামিরদী গ্রামের কয়েকজন বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে দুপুরে উভয় গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ঢাল, শরকি, রামদা, টেটা, ইট-পাটকেল প্রভৃতি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অল্পক্ষণের মধ্যেই সংঘর্ষে এলাকা রণক্ষত্রে পরিণত হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন নারী-পুরুষ আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে হামিরদী গ্রামের আদম আলী ও রিকাত আলীর ২টি করে চারটি ছাগলসহ ১টি বাড়ি ও পার্শ্ববর্তী ৮টি দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানার ওসি ফরিদপুর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। অতঃপর পুলিশ ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের কয়েকজনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।