মধুখালীতে শেখ রাসেল কম্পিউটর ল্যাবের ১৭টি ল্যাপটপ চুরি
সালেহীন সোয়াদ,মধুখালী করেসপন্ডেন্ট,ফরিদপুরঃ
শুক্রবার দিবাগত গভীর রাতে মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকায় প্রতিষ্ঠিত আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটর ল্যাবের ডেল কোম্পানীর ১৭টি ল্যাপটপ চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে আজ শনিবার বিকালে কলেজ অধ্যক্ষ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মধুখালী থানায় একটি চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন।আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. ইসাক আলী চুরির ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে কলেজের পূর্ব পাশের বিল্ডিংয়ো বাথরুমের পাশ দিয়ে জানালা ভেঙ্গে ভিতরে চোর প্রবেশ করে। দরজার তালা ভেঙ্গে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটর ল্যাবের ডেল কোম্পানীর ১৭টি ল্যাপটপ নিয়ে গেছে। আজ শনিবার বেলা ১০টার দিকে কলেজে আসার পর চুরির ঘটনা দেখতে পাওয়া যায়। চুরি যাওয়া ল্যাপটপগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। এ ব্যাপারে মধুখালী থানায় একটি চুরির মামলা হয়েছে।