Connecting You with the Truth

মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

মাগুরা জেলার শ্রীপুরে ওয়াবদা খালের মাছ ধরাকে কেন্দ্র করে যু্বককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ জানুয়ারি) উপজেলার কুশাইছাপুর গ্রামে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মাছুদ শেখ (৩০) ওই এলাকার কাছেদ শেখের ছেলে। এবং পেশায় গাড়িচালক।

নিহতের বাবা কাছেদ শেখ জানান, তার বাড়ির সামনের ওয়াবদা খালে মাছ ধরার জন্য তার পরিবারের লোকজন কাঁটা দিয়ে ঘিরে রেখেছিলো। কিন্ত শনিবার দুপুরে প্রতিবেশী প্রভাবশালী ব্যক্তি মনিরুল মোল্যা ও তার ছেলে ইয়াসিন মোল্যার লোকজন সেখানে জোরপূর্বক মাছ ধরার চেষ্টা করে।

এ সময় নিহত মাছুদের স্ত্রী বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। ওই সময় মাছুদ মাগুরাতে ছিলো। সন্ধ্যায় মাগুরা থেকে মাছুদ বাড়ির সামনে পৌঁছানো মাত্রই মনিরুল, ইয়াসিন, লামিয়া, সাবানা ও মারিফুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। পরে তাকে লাঙ্গলবাঁধ ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি জাব্বারুল ইসলাম বলেন, এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.