মার্কিন মহড়ার আগে যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর আহ্বান কিমের
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যুদ্ধ প্রস্তুতি বাড়াতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া-আমেরিকা যৌথ সামরিক মহড়ার আগে তিনি সোমবার এ আহ্বান জানালেন। উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশন অব দ্যা ওয়ার্কার্স পার্টির উদ্দেশে দেয়া ভাষণে কিম বলেন, শত্র“র যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ ছাড়া, কোরিয়ার পিপলস আর্মি বা কেপিএ’র প্রশাসনকে জটিলতামুক্ত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এদিকে, চলতি মাসের ২১ তারিখে কিমের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় সেনা অভিযানের মহড়া চালানো হয়েছে। উত্তর কোরিয়ার মু এবং জাংজাই দ্বীপে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে গোলন্দাজ ইউনিটগুলো এ মহড়ায় অংশ নিয়েছে। আর এর পরই দেশটির সেনাবাহিনীকে প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানানো হলো। আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বার্ষিক যৌথ মহড়ার আগে এ মহড়া চালায় পিয়ংইয়ং।