Connecting You with the Truth

মালিকে ইবোলামুক্ত ঘোষণা

3-maliআন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ মালিকে ইবোলা মুক্ত ঘোষণা করেছে দেশটির সরকার ও জাতিসংঘ। ৪২ দিনের মধ্যে নতুন করে কেউ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত না হওয়ায় দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা দেয়া হয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওসমান কোনি রোববার এক বিবৃতিতে জানান, ‘২০১৫ সালের ১৮ জানুয়ারি আজকের এই দিনে আমি মালিতে ইবোলা মহামারীর সমাপ্তি ঘোষণা করছি।’ বিবৃতিতে তিনি এই রোগের প্রাদুর্ভাব বন্ধে কাজ করার জন্য দেশটির স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন আন্তর্জাতিক কর্মীদের ধন্যবাদ জানান। মালির জাতিসংঘ মিশনের প্রধান ইব্রাহিম সকি ফলও দেশটিকে ইবোলা মুক্ত ঘোষণা করেছেন। মালিতে গত বছর ইবোলার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ পর্যন্ত এই ভাইরাসে সাতজনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী এই ভাইরাসে এ পর্যন্ত আট হাজার ৪শ’ জনেরও বেশি মানুষ মারা গেছে। প্রাণঘাতী এ ভাইরাসে কমপক্ষে ২১ হাজার ২৯৬ জন আক্রান্ত হয়েছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।

Comments
Loading...