মুন্সীগঞ্জে এক কেটি ২০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে এক কোটি ২০ লক্ষ মিটার কারেন্ট জাল যব্দ করেছে র্যাবের ভ্রম্যমাণ আদালত। রবিবার দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার মিরাপাড়ার রামনগরে পূরভী ফিসিং নেইট কারখানা নামের একটি নিষিদ্ধ কারেন্ট জাল তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জাল গুলো মোক্তার পুরের ধলেশ্বরী তীরে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ কৃত জালের মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা বলে জানাগেছে।
অভিযানের নেতৃত্বে ছিলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী ও র্যাব-১১ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মশিউর রহমান বিপিএম।
কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মশিউর রহমান বিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরাপাড়ার রামনগর এলাকায় হাজী শফিউদ্দিন এর মালিকানাধীন ওই কারেন্টজাল তৈরী ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ আনাম সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ৬০ লক্ষ টাকা মূল্যের এক কোটি ২০ লক্ষ মিটার কারেন্টজাল ও জাল তৈরীর সূতা জব্দ করা করে। পরে জাল গুলো ধলেশ্বরী পুড়িয়ে বিনষ্ট করা হয়।