Connecting You with the Truth

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

10আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের উওরাঞ্চলীয় শহর মস্কোতে গুলিবর্ষণের এক ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। পুলিশের ধাওয়ায় গুলিবর্ষণকারী গাড়িযোগে তীব্র বেগে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন, অতঃপর পু্লেিশর হাতে গ্রেপ্তার হন। গুলিবর্ষণকারীকে ২৯ বছর বয়সী জন লি বলে সনাক্ত করেছে পুলিশ। স্থানীয় সময় দুপুর আড়াইটায় স্থানীয় এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, এক বন্দুকধারী স্থানীয় এক ব্যবসা প্রতিষ্ঠানে দ্ইু ব্যক্তিকে গুলি করেছে। ধারণা করা হচ্ছে, লি এর আগে বাসায় নিজের মাকে গুলি করে হত্যা করে। তারপর গাড়ি চালিয়ে একটি অফিস ভবনে গিয়ে নিজের বাড়িওয়ালাকে গুলি করে হত্যা করেন। এখানে লি’র গুলিতে আরো একজন গুরুতর আহত হন বলে জানিয়েছেন মস্কো পুলিশ প্রধান ডেভিড ডিউক। এরপর স্থানীয় এক রেস্তোরায় গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করতে চান লি, তারপর ৪৭ বছর বয়সী ওই নারী ম্যানেজারকে গুলি করে হত্যা করেন। রেস্তোরা থেকে বেড়িয়ে গাড়ি যোগে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তার পিছু নেয়। পুলিশের তাড়া খেয়ে তীব্র বেগে গাড়ি চালানোর সময় আন্তঃরাজ্যিয় এক মহাসড়কে লি’র গাড়িটি দুর্ঘটনায় পড়ে, অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর আগে পার্শ্বর্বর্তী রাজ্য ওয়াশিংটনে পুলিশকে ফাঁকি দেয়ার অপরাধে লি’কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তাকে নিজ রাজ্য আইডাহো’র কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ডিউক। নিহতদের লি’র মা টেরি গ্রজেবিলেস্কি(৬১), বাড়িওয়ালা ডেভিড ট্রেইল(৭৬) এবং রেস্তোরা ম্যানেজার বেলিন্দা নেইবুর(৪৭) বলে সনাক্ত করা হয়েছে। এরা সবাই মস্কো শহরের স্থানীয় বাসিন্দা। সিয়াটলের বাসিন্দা মাইকেল চিন (৩৯) গুলিতে আহত হয়ে মস্কো হাসপাতালে ভর্তি আছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Comments
Loading...