রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর ব্যুরো: র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন ভান্ডারিয়া বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন মহিষাখোলা সাকিনস্থ ধৃত আসামী মোঃ মোস্তফা শেখ তার পূর্বদুয়ারি চৌচালা টিনের বসত ঘরে মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ মোস্তফা কায়জার এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৭.০৫ ঘটিকার সময় উল্লেখিত ঘরের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘর হতে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ মোস্তফা শেখ (৩৬), পেশা-ব্যবসা, পিতাঃ-মোঃ আঃ মান্নান শেখ, সাং-মহিষাখোলা, থানাঃ-রাজবাড়ী, জেলাঃ-রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা জানায় তারপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামীর উক্ত কক্ষের মধ্যে কাঠের খাটের উপর বিছানো তোষকের নীচে সিথানের নিকট হতে ০১টি ছোট নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত লালচে রং এর ১৫০ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।