ঢাকা বিভাগ
রাজবাড়িতে ৫৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
মোঃ খালেদুর রহমান , ব্যুরো প্রধান ফরিদপুর ঃ র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ জুন ২০১৬ ইং তারিখ ২৩০০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া যৌনপল্লীর ১নং গেইট সংলগ্ন জনৈক কল্পনা এর ঘরে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ২৩২০ ঘটিকার সময় উল্লিখিত ঘরের নিকট পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘর হতে একজন ব্যক্তি বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জিয়া (২৬), পেশা-মাদক ব্যবসায়ী, পিতাঃ- মোঃ মনির উদ্দিন শেখ, সাং- ১নং বেরাড়াংগা, থানাঃ- রাজবাড়ী, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা জানায় তারপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামী তার পরিহিত ফুল প্যান্টের ডান পাশের পকেট হতে ০১টি সাদা রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত সর্বমোট ৫৩০ পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং ডান হাত হতে একটি সিম্ফনি মোবাইল সেট, যার মডেল এ-১০ (যাতে একটি বাংলালিংক সিমকার্ড সংযুক্ত) এবং আসামীর পরিহিত শার্টের বুক পকেট হতে মাদক বিক্রীত নগদ ১৫৩০/- নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস