Bangladesherpatro.com

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় গাড়িচালক নিহত

nihoto 2রাজাপুর প্রতিনিধি, ঝালকাঠি:
বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার গালুয়া নামক স্থানে রবিবার সকালে ভাণ্ডারিয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটির চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত চালকের নাম নিলেন্দ্রনাথ মণ্ডল। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার সেনের চল গ্রামের নিখিল চন্দ্র মণ্ডল এর পুত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈগল পরিবহনের ঐ গাড়িটি ঢাকা থেকে যাত্রী বোঝাই করে ভাণ্ডারিয়া যাওয়ার পথে ঐ স্থানে পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসে অবস্থানকারী যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয় নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.