Connecting You with the Truth

রামুতে ১,২, ৫ টাকার কয়েন নিচ্ছে না ব্যবসায়ীরা

রামু প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলায় ১,২ ও ৫ টাকার কয়েন ও নোট নিচ্ছে না পাইকারি ব্যবসায়ীরা।
উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী রামু ফকিরা বাজার ও তেমুহনীর অধিকাংশ পাইকারি দোকানের মালিক কয়েন ও নোট না নেওয়ায় ভোগান্তিতে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা।
এ ঘটনায় ২৪ ফেব্র“য়ারি মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন খুচরা ব্যবসায়ীরা।
পাঁচ টাকা পর্যন্ত মুদ্রা না নেওয়া ব্যবসায়ীরা হলেন, রামু ফকিরা বাজারের মোস্তাক সওদাগর, ওসমান সওদাগর, মেসার্স বিসমিল্লাহ সওদাগর, অরুন সওদাগর ও তেমুহনী ছৈয়দ সওদাগর।
রামু ফকিরা বাজারের ফুলবন বেকারির মালিক জানান, উল্লেখিত পাইকারি মুদির দোকানিরা ১, ২, ৫ টাকার কয়েন ও নোট নেওয়া বন্ধ করে দিয়েছে। এ কারণে খুচরা ব্যবসায়ীরা সারাদিন দোকানে বেচা-বিক্রি শেষে পাইকারি দোকানদারদেরকে আমদানির টাকা পরিশোধ করতে গেলে ভোগান্তির শিকার হচ্ছেন।
মোস্তাক আহমদ বিষয়টি অস্বীকার করে জানান, শুধু ছেঁড়া টাকা নেওয়া হচ্ছে না।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Loading...