Connecting You with the Truth

রেফারির ডাকে সাড়া দিল না ইব্রা

s-5স্পোর্টস ডেস্ক:
দলের সেরা ফুটবলার যখন অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম দেন তখন তা সবারই নজর কাড়ে। শুক্রবার রাতে ফ্রেঞ্চ লিগে রেনেসের বিপক্ষে এমনই এক কাণ্ড ঘটিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা স্ট্রাইকার জ¬াতান ইব্রাহিমোভিচ। ম্যাচটি অবশ্য ১-০ গোলের ব্যবধানে জিতে পিএসজি। ঘরের মাঠে প্রধমার্ধের ২৯ মিনিটে এজেকুয়েল লাভেজ্জির গোলে লিড নেয় পিএসজি। এর আট মিনিট পরেই রেনেসের ফুটবলার সিলভেইন আরমান্দকে ট্যাকল করলে হলুদ কার্ড দেখেন পিএসজি ডিফেন্ডার মারকুইনহোস। তবে রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ইব্রাহিমোভিচ। মারকুইনহোসকে হলুদ কার্ড দেখানোয় খানিকটা দূর থেকে রেফারিকে উদ্দেশ্যে করে নিজের ক্ষোভ প্রকাশ করেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। সাবেক বার্সা তারকাকে কাছে এসে কথা বলতে বললেও তিনি রেফারির ডাকে সাড়াই দিলেন না। এক পর্যায়ে রেফারিই তার কাছে এগিয়ে যান এবং সে সময় দু’জনের মধ্যে খানিকটা তর্ক-বিতর্কও হয়।

Comments
Loading...